EIIN : 104826
School Code : 0210061202 ,vill-Tinchowdia, Rangunia, Chittagong; 01819867218
প্রতিষ্ঠানের ইতিহাস

    প্রতিষ্ঠানের ইতিহাস

    চট্টগ্রাম জেলার অর্ন্তগত রাঙ্গুনীয়া উপজেলার বেতাগী ইউনিয়নস্থ বানিয়াখোলা গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ; সমাজ সেবক ও দানবীর জনাব আলহাজ্ব শাহাব উল্ল্যাহ চৌধুরী সাহেব তাঁর পিতার নামে এবং ভাইদের সহযোগিতায় তিন চৌদিয়া গ্রামে ১৯৯৬ সালের ১২ই জানুয়ারী এলাকার মধ্যবর্ত্তী স্থানে আলহাজ্ব আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠানের নামে ৭৫ শতক জমি খারিজ খতিয়ান ভুক্ত এবং ১৪২১ হালসনের খাজনা পরিশোধ করা আছে। কাপ্তাই সড়ক থেকে দক্ষিণে ৪ কিমি এর মধ্যে বিদ্যালয়টি অবস্থিত। এলাকার সবস্তরের জনগণের সহযোগিতায় বিদ্যালয়টি গুণগত মানে এগিয়ে আছে এবং বিদ্যালয়ে দিন দিন শিক্ষার্থী বৃদ্ধি পাচ্ছে। বিদ্যালয়টি ০১.০৫.২০০৪ সালে নিম্ন মাধ্যমিক স্তর এমপিও ভুক্তি লাভ করে এর বর্তমানে শিক্ষা বোড কর্তৃক একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত। বিদ্যালয়ে ১২টি শ্রেণীকক্ষ ও ২টি অফিস কক্ষে বিদ্যমান বিদ্যালয় ক্যাম্পাস। বিদ্যালয়ের নিজস্ব একটি মাঠ ও শহীদ মিনার আছে। বিদ্যালয়ের অর্থায়নে একাডেমিক ভবনের একটি কক্ষের কাজ নির্মাণাধীন। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।