EIIN : 104826
School Code : 0210061202 ,vill-Tinchowdia, Rangunia, Chittagong; 01819867218
Headmaster Message

    প্রধান শিক্ষকের বাণী
    চট্টগ্রাম জেলার অন্তগত রাঙ্গুনীয়া উপজেলার বেতাগী ইউনিয়নের তিনচৌদিয়া গ্রামে ১৯৯৬ সালে আলহাজ্ব আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ২০০৩-২০০৪ অথ বছরে নিম্ন মাধ্যমিক স্তর এবং ২০১৯-২০২০ অর্থ বছরে মাধ্যমিক স্তর এমপিও ভুক্তি লাভ করে । বর্তমানে বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোড, চট্টগ্রাম কর্তৃক একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত। বিদ্যালয়ে বতর্মানে ১০ জন শিক্ষক এবং  ৬ জন কর্মচারী কমরত আছেন এবং এমপিও ভুক্ত।  বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে জুনিয়র বৃত্তি; এসএসসি বৃত্তি, জেএসসি ও এসএসসি তে A+ অজন ও শতভাগ পাসসহ প্রতিবছর সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে। । শিক্ষার গুণগত মান ও ফলাফলের ধারাবাহিকতা রক্ষার্থে শিক্ষকবৃন্দ অঙ্গীকারাবদ্ধ।

    আমি বিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা কামনা করি।

    প্রবীর কান্তি নাথ
    প্রধান শিক্ষক/সম্পাদক
    আলহাজ্ব আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয়
    রাঙ্গুনীয়া, চট্টগ্রাম।